ভয়ঙ্কর ঝাঁজ
রোদের সাথে পাল্লা দিয়ে বাড়ছে বউয়ের ঝাঁজ
পারলে ছিঁড়ে খুবলে খাবে যেমন করে বাজ।
মেঘ জমলেই গর্মি কমে
কিন্তু গিন্নি যায় না দমে
পান থেকে চুন খসার জো নাই যতই করুক কাজ।
------
প্রাণ ওষ্ঠাগত
গনগনে রোদ্দুরে প্রাণীকুল জেরবার
সরোবরে কেউ কেউ গা-ভেজায় বারবার।
জলেও ঢুকেছে তাপ
করে না তো পরিমাপ
ওখানেও ছ্যাঁকা খায় কোথায় বা যাবে আর।
© অজিত কুমার কর