ভীম পালোয়ান

গণেশ মূলা ভীম পালোয়ান মুগুর ভাঁজে একশো রোজ
রিপোর্টারের সামনে দিল পাঁচ ছ'খানা বিশেষ পোজ।
দেখার মতো গোঁফের বাহার
গাড়ি তুলতে ডাক পড়ে তাঁর
গোঁফের দৈর্ঘ সাড়ে দশ হাত ঘটলে বিপদ পড়বে খোঁজ।

------
দাদা-দিদির মশকরা

জোড়া নাতনি তাইতো তাজা গ্রাস করেনি জরা
ওই দুজনার মন রাঙাতে লিখছে মজার ছড়া।
'যা এনেছি ব্যাগেই আছে'
বললে চলে আসে কাছে
ওরাও বাড়ুক জমে উঠুক দাদা-দিদির মশকরা।

© অজিত কুমার কর