লিমেরিক

অকৃতজ্ঞ নয়

আমি হলেম বিধুমুখী আমার নিজের আলো নাই
সূর্যালোকেই আলোকিত রাত্রে আমি তা ছড়াই।
আঁধার তখন স্বরূপ হারায়
ওটা কেবল রবির কৃপায়
কৃতঘ্ন নয় স্বীকার করি মানুষ করে তাঁর বড়াই।

-------

অকপট স্বীকারোক্তি

তোমরা বল চাঁদের আলো আমি বলি নয় তা ঠিক
সূর্য থেকে ধার করা তা, জোছনাময় চতুর্দিক।
প্রতি অমাবস্যা রাতে
রোদ পড়ে না আমার গা'তে
তাইতো সে রাত তমসাময় কেবল নক্ষত্র ঝিকমিক।

© অজিত কুমার কর