আর ছোঁব না মদ
জবান দিলাম পুণ্যদিনে আর ছোঁব না মদ
একটামাত্র ছিল ঘরে এটাই শেষ আপদ।
এটা কী আর ফেলে দেব
এক চুমুকেই গিলে নেব
বেলনের ঘা খেয়েই বলে, 'ঘটবে যে বিপদ'।
----
ধান্দাবাজ
টোপ গিললেই ফাৎনাটা নড়ে ওঠে
চাকরির লোভে অর্থ নিয়েই ছোটে।
ফন্দি জবর
ছড়াল খবর
ধান্দাবাজরা নেত্রীর দোরে জোটে।
© অজিত কুমার কর