লংকা নয় মাংস খাব
একশো কাঁচা লংকা আশি!
শুনেই শুরু বেজায় কাশি।
পাঁঠাই খাব
তৃপ্তি পাব
মাংস নিয়েই ফিরে আসি।
মরণ অনিবার্য
জল খাই দু'বোতল ঘাম ঝরে চার
রক্ত বেরিয়ে যায় বাঁচবো না আর।
খাব তবে এক ফোঁটা
দুফোঁটা ঘামের কোটা
পরমায়ু প্রায় শেষ মরণ এবার।
© অজিত কুমার কর