কুসুমকোমল প্রেম
অজিত কুমার কর
হৃদয়ের সাথে হৃদয়ের যোগ
পরিচয় পরে না যদি ঘটে
হবে না মিলন তবে কোনোদিন
সমূহ বিপদ সন্নিকটে।
তথ্য প্রমাণ ভূরিভূরি আছে
সম্যকভাবে অনেকে জানি
সন্দেহবশে কত অপমান
ঘটেছে অকালে জীবনহানি।
প্রেম ভালোবাসা কুসুমকোমল
সহানুভূতিতে চাই লালন
পীড়ন, ঘৃণা বা দুর্ব্যবহার
অবজ্ঞাভরে নয় দমন।
রোজ রোজ কত অলি-মৌমাছি
ফুলে ফুলে এসে গুনগুনায়
মধু আহরণ করে ওরা ঠিক
সুমধুর সুরে গান শোনায়।
লায়লা-মজনু বেহুলার প্রেম
করছে স্মরণ মানবজাতি
পৃথিবী-রবির আজন্ম প্রেম
কী বিপুল টান দিবসরাতি।
© অজিত কুমার কর