কত নিবিড় আমরা দুজন
অজিত কুমার কর

কলমিফুলের নূপুর পা'য়ে কে আসে ওই কে আসে
মাটির দিকে আনত মুখ ওড়না ওড়ে দখিন বায়
যেই বলেছি এই তো আমি থমকে দাঁড়ায় চমকে যায়
অমনি খুশি ছলকে পড়ে দাঁড়াই গিয়ে ওর পাশে।

আসবে বলে বলোনি তো আবার এমন দুর্যোগে
সকাল থেকে মেঘলা আকাশ দমকা হাওয়াও দিচ্ছে বেশ
বৃষ্টি নামার সম্ভাবনা নামলে তোমার বাড়তো ক্লেশ
হালহকিকত মন্দ আমার কাটলো কদিন দুর্ভোগে।

চলো এখন বসি গিয়ে বুড়ো শিবের মন্দিরে
এবার বৃষ্টি নামতে পারে ভিজতে এখন বড্ড ভয়
শরীরটাও নেইকো ভালো ভিজলে নামবে বিপর্যয়
সত্যি সত্যি বৃষ্টি নামলো বিজলি মেঘের বুক চিরে।

বৃষ্টি থামার লক্ষণ নেই ফিরবে বাড়ি কী করে
এখন ছাতা পাব কোথায় নিজের ওপর হচ্ছে রাগ
আজকে এত নিরুদ্বিগ্ন চোখে মুখে খুশির ফাগ
বোধগম্য হয় না ব্যাপার দুষ্টু হাসি অধরে।

ঘরে ফেরার তাড়া কীসের হলেও হবে আজ দেরি
থেমে যাবে ঠিক সময়ে দেখতে নারাজ গোমড়া মুখ
কত নিবিড় আমরা দুজন এটাই যেন স্বর্গসুখ
বৃষ্টি থামল, কাটল আঁধার আজকে চাঁদের রং চেরি।

© অজিত কুমার কর