কঠিন পরীক্ষা
অজিত কুমার কর

পিছনে কার হাত
কেড়ে নিল অমূল্য প্রাণ
রাতে অকস্মাৎ?

সত্য উদঘাটন
যতদিন না হচ্ছে এটার
চলুক আন্দোলন।

কী তোর পরিচয়?
রাজনৈতিক ফায়দা লোটর
জায়গা এটা নয়।

প্রশাসনের দোষ
নারীর প্রতি দুর্ব্যবহার
জমছে অসন্তোষ।

মনোভাব হিংসার
দমনপীড়ন চালিয়ে যাচ্ছে
সরকার বারবার।

রক্ষকই ভক্ষক
দুর্বৃত্তদের জোগায় মদত
পথে চিকিৎসক!

পরীক্ষা তোমার
ধর্ষক আর খুনী আজও
হলো না গ্রেফতার।

জনগণ অস্থির
সফল তোমায় হতেই হবে
দেরি নয় শিগগির।

© অজিত কুমার কর