কোথায় তুমি
অজিত কুমার কর
ফাগুন আগুন জ্বালে শাল্মলি কিংশুকে
কোকিল কোকিলা ডালে কুহু কুহু সুখে।
বসন্ত এসেছে বলে রঙের প্লাবন
বসে আছি তরুতলে উড়ু উড়ু মন।
কখন আসিবে প্রিয়া আছি প্রতীক্ষায়
কোথা তুমি মরমিয়া বেলা বয়ে যায়।
দক্ষিণ সমীরে রাখি পেতে আমি কান
নিষ্পলক দুই আঁখি পেলাম আহ্বান।
পাহাড়ি ঝর্নার মতো প্রিয়তি আমার
ঢাল বেয়ে উঠি যতো উচ্ছলতা তাঁর।
পেলাম সান্নিধ্য ওর আমি পরিশেষে
ভালোবাসা বাহুডোর পেয়ে ওঠে হেসে।