কোথায় পাঠাতে

আঁশ ছাড়িয়ে মণ মণ মাছ পাঠিয়ে দিতে কার ডেরায়? সিবিআই-এর এমন প্রশ্নে গোবরা বেটা ভিরমি খায়।
চক্ষু খোলে ঝাপটা জলে
গোপন খবর তখন বলে
'পাঠিয়ে দিতাম কাকুর কাছে কালীঘাটের আস্তানায়'।


বাড়াভাতে ছাই

দুটো পয়সা কামাচ্ছিলাম বাড়া ভাতেই ছাই!
টিকটিকিরা হাড়বজ্জাত ছুঁলে রেহাই নাই।
কালীঘাটের সে এক কাকু
নামডাক বেশ খুব লড়াকু
পুজো দিতে যেতাম প্রায়ই একটু প্রসাদ পাই।

© অজিত কুমার কর