কোথায় নিয়ে যাবে
অজিত কুমার কর
কে তুমি চলে যাও তরণী বেয়ে
আমিও পারে যাব নিলে না তুলে
বেলা যে পড়ে এল রয়েছি কূলে
রবি ডুবলে আঁধারে যাবে ছেয়ে।
সাথে কিছুই নেই আমি তো একা
ভিড়াও এপারে তরি ক্ষণতরে
শোনো, আর তো যাবে না ফেরা ঘরে
ফুরোল দিন ললাটে ছিল লেখা।
বাতাসে ভর করে এগিয়ে চলে
কোথায় যাবে অজ্ঞাত ঠিকানা
স্থানের নাম শুধু তোমার জানা
জানাতে চাও না তুমি কৌশলে।
কী আছে আর কী বা নেই ওখানে
নয় পৃথিবীর মতো নিশ্চয়
রয়েছে সাথে তাই পাই না ভয়
চেয়ে আছি কেবল তোমার পানে।
ছলাৎ ছলাৎ সাগরের জল
কূলকিনারা নেই কোথায় ডাঙা
কখন হবে পুব আকাশ রাঙা
যাচ্ছে কেটে কতনা অনুপল।
বল স্বর্গ না কী নরকবাস
উর্বশীর নূপুর নিক্কন
তাহলে আমি স্বর্গেই এখন
পাচ্ছি তাই পারিজাত-সুবাস।
© অজিত কুমার কর