কোথায় মাটির হাঁড়ি কলশি
অজিত কুমার কর
রাত্রি তখন হয়নি প্রভাত
ছন্দ সুরেই ভেসে আসে
হাঁড়ি-পেটার শব্দ কোলাজ
যাচ্ছে মিশে তা বাতাসে।
বন বন বন ঘুরছে চাকা
কাদা একতাল কেন্দ্রস্থলে
হাতের চাপেই নিচ্ছে আকার
হাঁড়ি কলশি সুকৌশলে।
মাটির প্রলেপ পড়বে গা'য়ে
শুকনো হবে রৌদ্রতাপে
না পোড়ালে রং আসে না
এসব কর্ম ধাপে ধাপে।
ঢেঁকি যেমন হারিয়ে গেছে
বিলুপ্ত প্রায় মাটির হাঁড়ি
কুমোরপাড়া যদিও আছে
যায় না দেখা গোরুর গাড়ি।
মনের ইচ্ছে মনেই থাকে
কে দেবে চা মাটির ভাঁড়ে
তার বদলে প্লাস্টিকে দেয়
চা বা কফি আজ সবারে।
গ্রীষ্মকালে ঘরে বাইরে
ক্লান্ত যখন খেটে খেটে
মাটির কুঁজোর ঠান্ডা জলে
তৃষাতুরের তিয়াস মেটে।
© অজিত কুমার কর