কোথায় গেলি ওরে তুলি
অজিত কুমার কর

কোথা গেল ঘরে ও তো নাই রে
বেঁধে রাখি ওকে রোজ
যা-না বাণী কর খোঁজ
কার ভুলে চলে গেল বাইরে।

রাস্তায় গাড়ি দ্রুত ছুটছে
থামলেই যাত্রীরা উঠছে
পথে যদি চলে যায়
তখন কী হবে হায়
চিন্তায় আমি মরে যাই রে।

তোকে আমি ফিরে পেতে চাই রে
লালন করেছি তোরে
কোথা গেলি তুলি ওরে
কেউ তো দেবে না তোকে ঠাঁই রে।

ভান করে বাণী বসে কাঁদছে
চোখ বুজে গল্পটা ফাঁদছে
দাদু বলে কী হলো রে
ও কি তবে গেছে মরে
বাঁচব কী করে দিদিভাই রে।

উঠোনেই বসে আছে দেখনি?
লেজ নেড়ে আসে কাছে
দাদুর হৃদয় নাচে
আর বেশি দেব নাকো লাই রে।

দিয়েছি বাটিতে দুধ খাবি না
না জানিয়ে আর তুই যাবি না
নাচে দুই ঠ্যাং তুলে
দাদু হাসে ব্যথা ভুলে
তোকে দেখে বড় সুখ পাই রে।

© অজিত কুমার কর