কোথায় দৃষ্টান্তমূলক শাস্তি
অজিত কুমার কর
নিপীড়নের খবর শুনে ভারাক্রান্ত মন
নৃশংসতা নজিরবিহীন নর কেন এমন!
গৃহবন্দি থাকুক নারী তাই কি পুরুষ চায়
ঘরের বাইরে পা বাড়ালেই আঁচড় কাটে গা'য়।
যারা এমন কাজে লিপ্ত শতকরা একভাগ
কলুষিত হচ্ছে সমাজ লুপ্ত অনুরাগ।
অকর্মণ্য দেশের পুলিশ আড়াল করে সব
শাসকদলের ছত্রছায়ায় ধর্ষণ-উৎসব।
আদালতেও ফাইলবন্দি হাজার হাজার কেস
চূড়ান্ত রায় কবে দেবে নীরব হাপিত্যেশ।
উপযুক্ত প্রমাণ ছাড়া খালাস বেকসুর
তলে চলে টাকার খেলা দাবি না-মঞ্জুর।
কুঁড়িগুলো ফোটার আগেই হচ্ছে রোজ শিকার
বিকারগ্রস্ত ধর্ষকদের কাছেই মানে হার।
ওদের শাস্তি কেবল ফাঁসি অন্য কিছুই নয়
প্রয়োগ করুক তেমন ধারা, তবেই পাবে ভয়।
খুন-ধর্ষণ ঊর্ধ্বমুখী কমবে কবে আর
প্রতিবাদে মোমের মিছিল ভোঁতা নেইকো ধার।
বুদ্ধিজীবী কেনা গোলাম যেমন ক্রীতদাস
শ্রী বা ভূষণ মিলবে এবার পেয়েছে আশ্বাস।
© অজিত কুমার কর