কোথায় ছানি
খাবার দেখলে জল সপসপ কপাত কপাত গিলছ ঢোক
ভেবেছিলাম পাকা ছানি, দেখছি এখন ভালোই চোখ।
জিভ আছে তাই লোভের শিকার
খেতে আমার নেইকো বিকার
কখন কী কাজ করি আমি দেখার দিকেই প্রবল ঝোঁক।
হাতুড়ে ডাক্তার
হাতুড়ে না পাস করা সে বুঝবে কী কী দেখে
দুজনেই তো চেম্বারে রয় কপাট বন্ধ রেখে।
নাম লেখাতে হবে আগে
অগ্রিম দুশো টাকা লাগে
দুজনেই তো লম্বা ডিগ্রি সাইনবোর্ডে লেখে।
© অজিত কুমার কর