করো না অসম্মান
অজিত কুমার কর
করো না কেহই মাতাকে অসম্মান
জানতে চেয়ো না কিবা পরিচয় তাঁর
অচেনা হলেও জন্মদাত্রী যার
মা'র সাথে লাগে তারও গায়ে অপমান।
জন্মভূমির মৃত্তিকা কী না দেয়
মায়ের মতোই সহনশীলতা খুব
মানে না তারাই যারা যারা বেয়াকুব
যত ফল-ফুল জোর করে কেড়ে নেয়।
জাতীয় পতাকা সবার ওপরে ওড়ে
ভক্তিভরেই জানায় অভিবাদন
ভোলে না কখনও সে দেশের জনগণ
পতাকার সাথে সম্প্রীতি উঠে গড়ে।
বিশ্বে রয়েছে অনেক স্বাধীন দেশ
রাষ্ট্রসঙ্ঘে পাশাপাশি ওড়ে সব
তোলার সময় করে না তো কলরব
যা জানার কেউ পরে করে জিজ্ঞেস।
সম্মান পাবে যদি সম্মান দাও
একথা সত্য কখনও মিথ্যা নয়
সম্মান দেওয়া মানুষের পরিচয়
যদি ভুল করো শীঘ্র শুধরে নাও।
© অজিত কুমার কর