ক্লান্তি অবসান
অজিত কুমার কর

নাম না-জানা কতনা ফুল ফোটে পথের পাশে
রোজ বিকেলে ওপথ ধরে বেড়াই একা একা
হাট-ফেরত কত লোকের সঙ্গে হল দেখা
আকাশে রং বাতাসে হিম ফড়িং বসে ঘাসে।

দিঘির বুকে রবির আলো ঢেউ মেখেছে রং
পাখিরা সব ফিরছে নীড়ে ডানাতে রোদ্দুর
রাখল ছেলে গান ধরেছে কণ্ঠ সুমধুর
মন্দিরেতে সন্ধ্যারতি ঘন্টা ঢং ঢং।

অনির্বচনীয় এ ক্ষণ ভরিয়ে দিল মন
কুলায় ফিরে সাথির সাথে বার্তা বিনিময়
কিছু সময় চলে এমন হৃদয় করে জয়
হাজার পাখি ঘুমের ঘোরে স্তব্ধতা এমন।

জোনাকি দীপ জ্বেলে আমায় পথ দেখিয়ে দেয়
ঝিঁঝি পোকার কোরাস শুনি সাড়া পেলেই চুপ
পত্র থেকে পড়ছে ঝরে হিমানি টুট টুপ
সারাদিনের ক্লান্তিটুকু ওরাই কেড়ে নেয়।

© অজিত কুমার কর