.         কীসের গর্ব
      অজিত কুমার কর

কীসের বড়াই     করিস চড়াই
     আলতু-ফালতু বকিস,
ঘরের ভিতর   বানাস তো ঘর
       অলীক স্বপ্ন দেখিস।

কুয়োর ব্যাঙের  পৃথিবীর ঘের
        মাত্র কয়েক মিটার,
ওটাই বিশাল      দিগন্ত লাল
    মুখেই বাজায় গীটার।

ধরার মানুষ     ওড়ায় ফানুস
     কিছু্ই তো নেই, নিঃস্ব,
লক্ষ তারা           ব্যর্থ তাঁরা
     পায় না আলোক বিশ্ব।

জ্ঞান গরিমা     কোথায় সীমা
         সারাজীবন ছাত্র,
ঘুরে বেড়াই        নুড়ি কুড়াই
       ঝোলায় ক'টা মাত্র।

শক্তি অল্প       অলীক গল্প
         মাথার ওপর সূর্য,
সাত সমুদ্র        আমরা ক্ষুদ্র
         বাজাই তবু তূর্য।

© অজিত কুমার কর