কীসের এত তাড়া
অজিত কুমার কর
আকাশে রং ধরলে এ মন
প্রতীক্ষাতেই থাকে
মউ জমে মৌচাকে
এটাই তোমার আসার লগন
কলশি নিয়ে কাঁখে।
কেউ জানে না আসবে তুমি
কোন শাড়িটা পরে
ফিরবে কলশ ভরে
ফুঁ না পেয়ে নীরব বাঁশি
বেদনা অন্তরে।
নির্নিমেষে তাকিয়ে থাকি
আঁধারে নেমে আসে
হতাশা নিশ্বাসে
আমার ব্যথা কেউ বোঝে না
মেশাই তা বাতাসে।
রোজ কী এমন কাজের তাড়া
বসতে পার ঘাটে
যাক না সূর্য পাটে
বাঁশিতে সুর তুলে আমার
সন্ধেটা বেশ কাটে।
© অজিত কুমার কর