কীসের বিসর্জন

আমার দুর্গা হারিয়ে গিয়েছে খাঁ খাঁ তাই আটচালা
গাছে প্রাণ নেই কী দিয়ে গাঁথব শেফালিফুলের মালা।
বাজেনি আলোর বাঁশি
আমরা যে বানভাসি
আবাহন নেই অর্চনা নেই কীসের বিসর্জন।



জননীর অসম্মান

গৌরীর মতো ধরার প্রতি-মা যদি সমাদর পেত
মর্ত্য তখন এক লহমায় স্বর্গ হয়েই যেত।
যত লাঞ্ছনা করে সন্তান
গর্ভধারিনী সব সহে যান
অনাকাঙ্ক্ষিত, দুঃখজনক, সত্যি অনভিপ্রেত।

© অজিত কুমার কর