ক্ষ্যাপা কুকুর

ক্ষ্যাপা কুকুর যখনতখন প্রাণীকে কামড়ায়
সভ্যভব্য মানুষও আজ কামড় মারে গা'য়।
প্রতিষেধক এর কি আছে
শিকড়-পাতা-ফল না গাছে?
তাই অকালেই নিরীহদের জীবন চলে যায়।


গাত্রজ্বালা

সইব না আর বেয়াদপি লাগিয়ে দেব তালা
সমীরণে লটরপটর বাড়ায় গাত্রজ্বালা।
তালার চাবি রাখব কাছে
পিরিতের আর কজন আছে?
তক্কে তক্কে রইব আমি ছিঁড়ব হাতের মালা।

© অজিত কুমার কর