খুকু ও গঙ্গাফড়িং
অজিত কুমার কর

গঙ্গাফড়িং বসেই থাকে
চারটে ডানা মেলে
থাকে না ওর নড়নচড়ন
কেউ কাছে না গেলে।

উঠোনে জল জমে আছে
ভাসছে প্রতিচ্ছবি
নজর তখন ওটার দিকে
মাথার ওপর রবি।

ছায়া-ছবি দুটোই জলে
দেখছে তা মন দিয়ে
মেঘ জমতেই ছায়া উধাও
কে গেল তা নিয়ে?

বিস্ময়ে সে অভিভূত
কেন এমন হলো
খুকুকে সে শুধায় তখন
কারনটা কী বলো?

বুঝিয়ে দিতেই ফড়িং খুশি
প্রকাশ কৃতজ্ঞতা
উড়াল দিল ঠিক তখনই
খুকুর মনে ব্যথা।

ধরার জন্য তৈরি ছিল
এখন আশাভঙ্গ
দেখতে পেল কেবলমাত্র
পতঙ্গটির রঙ্গ।

© অজিত কুমার কর