খাতাই গেল ভিজে
অজিত কুমার কর
ইলিশের নাম শুনলে আমার
জল এসে যায় জিভে
এখন খেতে ইচ্ছে করছে
চাইলে কী কেউ দিবে?
পাশের বাড়ির নতুন বউদি
ওইতো ইলিশ ভাজে
হেঁকেই বলি যাব নাকি
বউদি মরে লাজে।
লিখতে গিয়েই ভিজলো খাতা
পারিনি সামলাতে
দেখল কি কেউ জানলা দিয়ে
মুছলাম গামছাতে।
জবাব এল সাথেসাথেই
'আজ এখানে খাবে'
ঠাকুরপো কী ঠেলতে পারে
না গেলেই জ্বালাবে।
কী উপহার দিলাম আমি
কাউকে জানাব না
আমার সাথে বউদিমণির
দারুণ বনিবনা।
© অজিত কুমার কর