খাঁচার পাখি কোণঠাসা

চারটে বাড়ি তিনটে গাড়ি তবুও ঘরে কোণঠাসা
মেরুদণ্ডহীনকে নিয়ে খেলছে বেটা-বউ পাশা।
লাগাম দিয়ে চরকি ঘোরায়
হাড়চামড়া নেই বুঝি গা'য়
সর্বদা সে প্রলাপ বকে অর্থবিহীন সেই ভাষা।





মানবতা কোণঠাসা

শান্তির শ্বেত পারাবত তুমি চুরমার সব আশা
বোমার আঘাতে স্তব্ধ জীবন যুদ্ধ সর্বনাশা।
তিন ভাগে ভাগ একটা অক্ষ
নিরপেক্ষ বিপক্ষ-পক্ষ
দুই সাল ধরে হত্যালীলায় দুর্বল কোণঠাসা।

© অজিত কুমার কর