কেন যে শীত আসে
অজিত কুমার কর
পাতলা কাঁথায় ওম মেলে না মুখ গুঁজি মা'র বুকে
মা-ও আমায় জাপটে ধরে, ঘুমাই দু'জন সুখে।
সকাল হলেই আগুন জ্বেলে দু'জনে গা সেঁকি
রক্মিনীও জ্বালল আগুন আমার দেখাদেখি।
ঠান্ডা যদি বাড়ে আরও, কষ্ট দুজনারই
যদি একটা মোটা চটও জোগাড় করতে পারি-
শীত ঠেকানো যাবে তবে, কোথায় গেলে পাব
না জানিয়ে এখন আমি সেটার খোঁজেই যাব।
পথের পাশে আস্তাকুঁড়ে, কী দেখা যায় ওটা!
তুলে নিলাম ফেলনা কাঁথা, ছেঁড়া হলেও মোটা।
এটা দেখেই মা'র চোখে জল, মুছি আঁচল দিয়ে
বলি আমি, 'কাঁদছ কেন, শীত যাবে পালিয়ে'।
শীত ঝতুটা দুষ্টু ভারী না এলেই তো পারে
আমাদের এই কষ্ট ব্যথা জানাব আর কারে।
যার আছে তাঁর সবই আছে তাঁরা সবাই ধনী
আমরা হলাম জনমদুঃখী, দুর্ভাগ্য এমনই।
কবে যে হায় জোয়ান হব ভাবি তা রোজ বসে
কিছু ফসল তুলব ঘরে লোকের জমি চষে।
মা'র হাসিমুখ দেখার জন্য প্রতীক্ষাতেই আছি
কোথাও গেলে থাকি আমি মায়ের কাছাকাছি।
© অজিত কুমার কর