কে তুমি
অজিত কুমার কর
কে যেন ডেকে যায় এ নাম ধরে
দখিনা মৌসুমী ব্যাকুল করে।
দেখি না আশেপাশে হতাশা নিশ্বাসে
কেন এ কেন লুকোচুরি এসোনা ঘরে।
তুমি কি দীননাথ বাড়াও তবে হাত
চরণে দেবো ফুল ভক্তিভরে।
কাটাই একা একা কখন পাব দেখা
বাঁশির সুরে সুরে অশ্রু ঝরে।
ধূলিতে ভরা পথ দূর্বা পাশে
প্রভাতে আলো পেলে মুকুতা হাসে।
কোথায় যেতে হবে জানিও আগে তবে
তাহলে যাব চলে ফাগুন মাসে।
পথেই বসে থাকি মাটিতে ছবি আঁকি
বলাকা মন ওড়ে খোলা আকাশে।
বাতাসে মুছে যায় এ মন ব্যথা পায়
কোয়েল জমে ওঠা বেদনা নাশে।
© অজিত কুমার কর