কে করে উদ্ধার

ডাঙায় সিংহ গাছে সর্প জলে কুমির হাঁ করে
প্রজাপতি এগিয়ে এল উড়ান দিলাম পা ধরে।
নামবো গিয়ে আমরা চাঁদে
খিদের জ্বালায় সিংহ কাঁদে
কামড়াকামড়ি করতে গিয়ে একটা কুমির যায় মরে।


চিৎকারে ট্রেন থামল

গলির রাস্তা কর্দমাক্ত পিছলে গেল পা
কাদায় শাড়ি লটরপটর সোনার বরন গা।
চিৎকারে ট্রেন গেল থেমে
হাজার যাত্রী বলল নেমে
কাউন্সিলার মহোদয়কে ডেকে খাওয়ান চা।

© অজিত কুমার কর