কে ডাকে আমায়
অজিত কুমার কর

বংশীবাদন কানে এলেই উতলা হয় মন
কী করি এখন
বংশীধারির খোঁজে বেরোই কিন্তু যাই কোথায়
ডাইনে, বাঁয়ে না কী সোজা দাঁড়িয়ে চৌমাথায়।

তখন ছিল ভৈরবী রাগ এখন রাগ তিলক
লেগে যায় চমক
ঊর্ধ্বপানে তাকাই আমি, না ওখানে নেই
স্পষ্ট আমি শুনতে পেলাম ডাকছে আমাকেই।

একটা প্রশ্ন জাগছে মনে পেলাম কেন ডাক
বিস্ময়ে নির্বাক
সুনজরে আছি না নেই সেটাই জানি না
শাস্তি মাথা পেতে নেব প্রতিবাদ বিনা।

কোথা থেকে আসছে ভেসে এমন মিঠে সুর
নিকট না কী দূর
দিশা যদি না দাও তুমি যাওয়া অসম্ভব
সারাবাংলাজুড়ে যে আজ বসন্ত উৎসব।

© অজিত কুমার কর