কে চায় না সমাদর
অজিত কুমার কর

কে দিয়েছে তোর খোঁপাতে স্বর্ণচাঁপা গুঁজে
অসময়ে কোথায় পেল খুঁজে
চাইলে ভুলে যেতে পারিস অভাজনের নাম
তাতে কি তোর পূরবে মনস্কাম?
ভিজবে না তাঁর কপোল অশ্রুজলে
বিনিসুতোয় মালা গেঁথে পরিস যদি গলে।

তুলির টানে ক্যানভাসে সে আঁকে না তোর ছবি
আসলে সে গাঁয়ের নবীন কবি
যা দেখে তাই বর্ণ দিয়ে লিখে ভরায় খাতা
দুখু মিঞা কবির পরিত্রাতা
বলছি যা তা নয়কো অবাস্তব
সঞ্চয়িতার স্রষ্টা যিনি তিনিই জোগান সব।

বোবা কালা না হলে তুই খুলে রাখিস কান
কবিরা গায় সাম্যবাদের গান
শোনার ইচ্ছা না যদি হয় হাওয়ায় উড়ে যাবে
না শুনে কেউ আপশোশে পস্তাবে
পছন্দ নয় কারুর সমাদর
তবে কার কী বলার আছে যা ইচ্ছে তাই কর।

© অজিত কুমার কর