কাটল জীবন নির্বিবাদে
অজিত কুমার কর

ভাঙাচোরা এ সম্পর্ক রাখা কী দরকার
টিকিয়ে রাখার দায়দায়িত্ব কারও নয় একার।
হেস্তনেস্ত হলেই ভালো
দুজনেরই মুখ ধারালো
দোষের ভাগি আমরা দুজন সমান অংশীদার।

মনেপ্রাণে চাই না আমি বাঁধন ছিন্ন হোক
রাস্তা দিয়ে হাঁটবো যখন তুলবে আঙুল লোক।
টিকিয়ে রাখতে পারি নাকি
জালতি পরে যদি থাকি
অজানা নয় নুন পড়লে কুঁকড়ে থাকে জোঁক।

শুনেই হো হো করে হাসি বাড়িয়ে দিল হাত
এটাই মেনে চলব এবার, চালেই কিস্তিমাত।
চলছি এখন পাশাপাশি
দেখুক কত ভালোবাসি
লোকের মুখে দেখছি কুলুপ পড়েছে নির্ঘাত।

আমার হাতে একটা লাঠি তোমার হাতেও তাই
আছাড় খেলে একা ওঠার কারুর শক্তি নাই।
উঠব ঠিকই হাত বাড়ালে
ঢেউ খেলবে তোবড়া গালে
প্রার্থনা এই যেন আমরা একসঙ্গেই যাই।

© অজিত কুমার কর