কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
অজিত কুমার কর
মাটির গন্ধ প্রতি পৃষ্ঠায় গল্প-উপন্যাসে
পড়েছি যা আগে পুনরায় পড়ি রাখা বিছানার পাশে।
মানুষের যত জ্বালা-যন্ত্রণা লিখেছেন অকপটে
সমাজের বুকে যত অনাচার প্রত্যহ যা যা ঘটে।
সবাই তো দেখে যথাযথভাবে ক'জন লিখতে পারে
কথাশিল্পীর সে সাহস ছিল কত গুণ একাধারে।
শুধু কী মানুষ পশুর ব্যথাও দিয়েছিল তাঁকে নাড়া
মহেশের কথা জানি সকলেই কী কষ্টে গেল মারা।
মানুষের হয়ে মানুষের কথা লিখে গেছে আজীবন
যেন ক্যানভাসে জীবন্ত ছবি ভরে পাঠকের মন।
মাটি দিয়ে গড়ে প্রতিমা শিল্পী কাগজ-কলমে উনি
ভেসে উঠে চোখে সমাজের ছবি কত গুণে ছিল গুণী ।
বিবেচিত হলে মিলে যেতে ঠিক নোবেল পুরস্কার
জ্ঞানী রোমা রোলাঁ তাই বলেছেন এটাই সান্ত্বনার।
সারা পৃথিবীর লাখো মানুষের হৃদয় করেছে জয়
কেউ তো পারেনি এভাবে বলতে, পড়ে জাগে প্রত্যয়।
তাঁর অবদান ভুলিনি আমরা তাই করি সমাদর
শরৎচন্দ্র চাঁদের মতোই জোছনার নির্ঝর।
সাহিত্যপাঠ করলেই ঘটে চেতনার উন্মেষ
সাহায্য করে নিজেকে গড়তে সমৃদ্ধ হয় দেশ।
© অজিত কুমার কর