করুণ চিত্র

ঠাঁই পেয়েছে কোলে শিশু পদতলে পোষ্য
তিনটি প্রাণী অভুক্ত আজ আমার চোর্ব্যচোষ্য।
দেখতে পাবে আরো কতো
ক্ষুধায় কাতর ওদের মতো
গুদামজাত হয়ে আছে অঢেল খাদ্যশস্য।

জেলের ঘানি

টাকা লুটের জন্য তোমার গুপ্ত যে কৌশল
উদঘাটনে সফল হলো টিকটিকিদের দল।
টান এবার জেলের ঘানি
শুষ্ক তোমার বদনখানি
মস্ত ভুঁড়ি চুপসে গেল উচিত কর্মফল।

© অজিত কুমার কর