কণ্টকাকীর্ণ পথ
অজিত কুমার কর

জীবনের গতিপথ পিচ্ছিল জটিল
কোন পথ ধরে যাবে সম্মুখে পর্বত
দোলাচলে ভ্যাবাচাকা স্তব্ধ মনোরথ
হিসেবের খাতাটাতে হয় গরমিল।

যোগ আর গুণ হলে দুটো দুয়ে চার
ভাজক ও ভাজ্য যদি দুই দুই হয়
ভাগফল এক হয় জাগে না বিস্ময়
কত কী এভাবে ঘটে জীবনে সবার।

গণিতের ছাত্র আমি খুঁজি সমাধান
মেলে না সহজে খুব অংকের উত্তর
চেষ্টা চলে অবিরাম উদ্বিগ্ন অন্তর
পরিশেষে ইউরেকা পেয়েছি সন্ধান।

মানুষ যা ভাবে তা কি ঘটানো সম্ভব?
বাস্তবসম্মত হলে তবুও কঠিন
সহিষ্ণুতা একাগ্রতা ধৈর্য নিশিদিন
কর্মযজ্ঞে হতে পারে সমস্যা উদ্ভব।

সুবিন্যস্ত অর্থপূর্ণ শব্দের মিলন
ঘটাতে লেখনি নিয়ে সদা ব্যস্ত থাকি
সমবায় ও বিন্যাসে পাবে তুমি তা কি?
নির্ভয়ে এগোতে হবে এটাই জীবন।

© অজিত কুমার কর