ট্রায়োলেট : কাঁপল না হাত
অজিত কুমার কর

জীবদ্দশায় এটাও দেখতে হল
হারিয়ে ফেলেছি নিন্দা করার ভাষা
সংযত হতে কাকে বা বলব বল
জীবদ্দশায় এটাও দেখতে হল।
একজোট হয়ে প্রতিবাদ করি চল
বুঝল না ওরা এ খেলা সর্বনাশা
জীবদ্দশায় এটাও দেখতে হল
হারিয়ে ফেলেছি নিন্দা করার ভাষা।

© অজিত কুমার কর