কলির কেষ্ট

বনের ভিতর গুজুরফুসুর করছো কী হে কালাচাঁদ
অবশেষে পড়লে ধরা পাতা ছিল ঘুঘুর ফাঁদ।
কচুবনেও প্রেম নিবেদন
ভেবেছিলে রইবে গোপন
ভুঁড়িতেও এত মশলা এবার জেলে মেটাও সাধ।



চোর জোচ্চোর ছাড়া প্রবেশ নিষিদ্ধ

থমকে গেল লেখা দেখে করল ক্ষণেক ইতস্তত
ঢুকেই দেখে কে নেই সেথায় বসে নেতানেত্রী যত।
বেরিয়ে এর উল্কা বেগে
চটজলদি গেল ভেগে
ওরাই তো এ দেশটা চালায় লুটেই যাচ্ছে অবিরত।

© অজিত কুমার কর