কলিকালের বৃন্দাবন
বছর বছর করবে বিয়ে মদনখুড়োর এটাই পণ
আঠারোতেই প্রথম বিয়ে সাল ফুরোতেই বউ নূতন।
এখন বয়স ষাট ছুঁই ছুঁই
বদলায়নি কোনওকিছুই
নিজের বাড়ির নাম দিয়েছে কলিকালের বৃন্দাবন।
লাটাই খুড়ির হাতে
বীরেশখুড়ো এলেবেলে জাঁদরেল বেশ খুড়ি
লাটাই থাকে খুড়ির হাতে টানলে নামে ঘুড়ি।
শ্যেনদৃষ্টি খুড়োর দিকে
কখন কবে ছিঁড়বে শিকে
ভেবে ভেবে প্রহর কাটে খুড়োর যে চাই ছুঁড়ি।
© অজিত কুমার কর