কখন ফোটে ভোরের আলো
অজিত কুমার কর
ভোরের আলো কখন ফোটে পাখিরা ঠিক জানে
তখন নীড়ে থাকে না কেউ উড়ে যায় আশমানে।
ভীষণ নিয়মনিষ্ঠ ওরা সবাই মেনে চলে
একা তো নয় উড়াল দেবে ওরা সদলবলে।
আমরা যারা কান পেতে রই কখন ডাকে পাখি
প্রাতর্ভ্রমণ করার জন্য সজাগ হয়েই থাকি।
ওরা ওড়ে নীল আকাশে আমরা হাঁটি নীচে
শীতের পোশাক সবার গায়ে কেউ আগে কেউ পিছে।
পানকৌড়ির শীত লাগে না মাছ ধরে খায় ডুবে
সূর্য ওঠার সময় এখন রাঙল আকাশ পুবে।
উঠলো জ্বলে হাজার মানিক শালুকপাতায়, ঝিলে
জমেছিল শিশিরকণা রাত্রে তিলে তিলে।
চলতে চলতে পা লেগে যায় লজ্জাবতীর গা'য়ে
জড়িয়ে গেল শিশিরকণা আমার একটি পা'য়ে।
পাতাগুলো পড়ল নুয়ে তা কী লজ্জা পেয়ে?
শুনতে পেয়ে সায় দিল না চেনা একটি মেয়ে।
আমার এমন কাজের জন্য লজ্জা পেলাম নিজে
'এইসব গুণ লুকিয়ে থাকে জিনের মধ্যে বীজে'।
ওর কথাতেই ঘাড় নেড়ে দিই শুধু একটু হেসে
'ওদের গা'য়ে পা দিয়ো না', বলল কাছে এসে।
© অজিত কুমার কর