কখন ঝরে অঝোর ধারায়
অজিত কুমার কর

তাকিয়ে আছি ঊর্ধ্বপানে
মেঘ থেকে জল কখন ঝরে
ফুটবে তবেই কদম-কেয়া
সৌরভে মন উঠবে ভরে

উড়ে উড়ে যাচ্ছে কোথায়
ঠিকানা কি ভুলেই গেছে?
তাকালেই তো দেখতে পেত
কেমনভাবে মাঠ ফেটেছে।

চাতক পাখির, 'দে জল', 'দে জল'
যাচ্ছে না কি মোটেও কানে
বিহঙ্গরা প্রাণ হারালে
কে ভরাবে গানে গানে।

তাপমাত্রা ঊর্ধ্বমুখী
প্রাণীকুলের গাত্রজ্বালা
গা-ভেজাবার জায়গা কোথায়
শুষ্ক পুকুর-নদীনালা।

কেন দিচ্ছ কষ্ট এত
বৃষ্টি ঝরাও অঝোর ধারায়
জুড়বে কোরাস ব্যাং ও ঝিঁঝি
জলদি তুমি মল পর পা'য়।

© অজিত কুমার কর