কখন আসে
অজিত কুমার কর

বিজুরি হানল কশা
দুচোখে আঁধার দেখি
ডমরু বাজবে এবার
নটরাজ আড়ালে কি?

মেঘেরা যাচ্ছে উড়ে
রবিকে যায় না দেখা
সারাদিন মেঘলা আকাশ
ভেজে না কাজলরেখা।

দু-ফোঁটা বৃষ্টি হলে
সকলের পরান জুড়ায়
ময়ূরও পেখম মেলে
কত নাচ দেখাতে চায়।

ব্যাঙেরা ঘুমিয়ে আছে
জাগাতে কে বা পারে
ঝমাঝম বৃষ্টি হলেই
লাফাবে বারেবারে।

পুকুরে বন্দি যে মাছ
উজানে উঠবে বলে
অপেক্ষা করছে ওরা
অগত্যা অল্প জলে।

এ সুযোগ মিলবে কবে
আষাঢ়ের কদিন বাকি
কবে যে বর্ষা আসে
ওদিকে তাকিয়ে থাকি।

© অজিত কুমার কর