কার পরশে শিরশিরানি
অজিত কুমার কর
পলাশের গা'য় শিরশিরানি এমন হল কার ছোঁয়ায়
কে এসেছে কে এসেছে কুহু কুহু কোকিল গায়।
শিমুলেরও ভাবনা একই কার পরশে ফুটল ফুল
কাউকে চোখে পড়ছে না তো ভেবে ভেবে হয় ব্যাকুল।
সমীরণও বদলেছে দিক আম্রশাখায় গুঞ্জরণ
কেন এমন চঞ্চলতা কোন জাদুতে মন-হরণ।
প্রজাপতি ভ্রমর জানে বঙ্গে আমি নতুন নয়
শুনে তোমরা অবাক হবে বলব যখন পরিচয়।
ষড়ঋতুর একটি ঋতু আমি হলেম বসন্ত
আমি তো চাই সকলে পাও রূপ-যৌবন অনন্ত।
মনবাতায়ন দাওনা খুলে উড়ুক না মনবিহঙ্গ
উড়ছে পাখি খুঁজে দেখ কে রয়েছে নিঃসঙ্গ।
গাইছ তোমরা অযুত-কণ্ঠে এসো, 'রাঙিয়ে দিয়ে যাও'
সে গান শুনে বিহ্বল আমি এসে প্রেমের পরশ নাও।
প্রকৃতিকে রাঙাই আমি তোমরা এসে হও শামিল
খুঁজে বেড়াও উড়তে উড়তে কার সাথে হয় মনের মিল।
যে ফুলগুলো পড়ছে ঝরে তাতেই সার অঙ্গসাজ
চলার পথও ফুলবিছানো সব এই ঋতুরাজের কাজ।
কে ওই দূরে বাজায় বাঁশি হচ্ছে না কী কর্ণপাত
দ্বিধাদ্বন্দ্ব সরিয়ে দিয়ে এগিয়ে গিয়ে বাড়াও হাত।
© অজিত কুমার কর