কার হাতে দেব
অজিত কুমার কর

যেদিন বিদায় নেব এ পৃথিবী হতে
কার হাতে দিয়ে যাব এ ঘরের চাবি
রয়েছে উত্তরসূরি দূরে দূরে সব
যখন একেলা থাকি ভাবি হাবিজাবি।

দুশ্চিন্তা করিনি আদৌ যা হবার হবে
বুনো বিড়ালের বাস দোতলার ছাদে
অরক্ষিত খাদ্য পেলে উদর ভরায়
প্রত্যহ নিশুতি রাতে নামে নির্বিবাদে।

কীভাবে কাটাই দিন জানে অন্তর্যামী
গতানুগতিকভাবে কর্ম করি রোজ
কঠোর অনুশাসনে বেঁধেছি নিজেকে
পতঙ্গ-বিহঙ্গ আসে ওরা রাখে খোঁজ।

সম্পদ যেটুকু আছে তা কেবল বই
আদ্যোপান্ত পড়ে শেষ করা অসম্ভব
চেষ্টা চলে নিরন্তর করি জ্ঞানার্জন
আমি এক ক্ষুদ্র প্রাণ প্রায়শ নীরব।

এখন দুজন আছি কী যে পরিণাম
অকস্মাৎ ডাক এলে শূন্য এ ভবন
পৃথিবীর অন্য কেউ পাবে না খবর
পেরেকেই ঝুলে র'বে চাবিটা তখন।

© অজিত কুমার কর