জ্বলবে না দীপ
অজিত কুমার কর
শেফালি-ছাতিম রাশি রাশি কাশ দিঘিতে পদ্মফুল
মধুকর মশগুল
শরৎ তোমার আগমনে দেখি প্রকৃতির নবরূপ
আকাশের বুকে শুভ্র মেঘের স্তূপ
বর্ষা যদিও বিদায় নেয়নি মাঝে মাঝে বরিষণ
তিলোত্তমার অকাল প্রয়াণে রাজপথে জনগণ।
কৈলাসধামে বিষাদের ছায়া মা'র চোখ ছলছল
অশ্রু অনর্গল
দুর্ঘটনার খবর পেয়েছে সেইদিন রাত্রিতে
দুষ্কৃতীদের পারেনি সে বাধা দিতে
বড় আপশোশ জননীর তাই কাতর যন্ত্রণায়
অস্ফুটে বলে, 'রক্ষা করার সব তো আমার দায়'।
বিচারের রায়ে সাজা একটাই হোক দোষীদের ফাঁসি
জনগণ প্রত্যাশী
ওদের বাঁচার নেই অধিকার জঘণ্য অপরাধী
মাসাধিককাল পথে লাখো প্রতিবাদী
সকলের মনে একটা প্রশ্ন পাবে কি ন্যায়বিচার?
রন্ধ্রে রন্ধ্রে জমা জঞ্জাল সরাবার দায় কার?
আনন্দ নয় এটা যেন এক বিষাদের উৎসব
যা রুঢ় বাস্তব
এবারের পুজো খুব ম্যাড়ম্যাড়ে বড় জৌলুসহীন
আমজনতার দুঃখ অন্তহীন
আর কোনোদিন জ্বলবে না দীপ তিলোত্তমার ঘরে
বাকিটা জীবন কাটাবে মা-বাবা দুঃখকে সাথি করে।
© অজিত কুমার কর