জুলুমবাজি
অজিত কুমার কর

যে মালিক সিন্ডিকেটের
পিছনে লোক আছে ঢের পাওনি তা টের
জাল-বিছানো চতুর্দিকে,
কী লাগবে চিপস-বালি-ইট
না নিলে বাঁচবে না পিঠ লোক আছে ফিট
লেলিয়ে দেবে বাহিনীকে।

বানাতে হবেই তো ঘর
অস্ত্রকে পায় না কে ডর পিছনে চর
লেগেই র'বে, যেখানে যাও,
বিকল্প আর কিছু নাই
আমাদের নেইকো রেহাই শান্তি তো চাই
বলি, তোমরাই ইট বালি দাও।

ওদের হাত লম্বা ভীষণ
ভাব দেখায় কত আপন যেমন স্বজন
করতে হবে কাজটা হাসিল,
নিরুপায়, নীরব থাকি
বেদনা চেপেই রাখি স্বপ্ন আঁকি
ডাকছে কোয়েল আকাশটা নীল।

সমাজের দশা বেহাল
জানি না আর কতকাল হবে নাকাল
শান্তিপ্রিয় বঙ্গবাসী,
ঘর করা দুরূহ কাজ
যতদিন সিন্ডিকেটরাজ করবে বিরাজ
কেড়ে নেবে ওরাই হাসি।

© অজিত কুমার কর