জোয়ার এলেই পাল তুলে দিই
অজিত কুমার কর
জোয়ার এলেই কষ্ট লাঘব বাইতে হয় না দাঁড়
বিরতি আমার
হাওয়ায় পালের পেট ফুলে যায়
ষাঁড়াষাঁড়ির বান
বাতাস এখন অনুকূলে গতি পায় সাম্পান।
নাওয়ের মাঝি দক্ষ ভারী আমার আপনজন
সাদর সম্ভাষণ
বলল আমায় কবিতা লিখ সামাল দেব সব
গানের কলি আসছে ভেসে ও এখন সরব।
মিনিট পাঁচেক ভেবে নিলাম বিষয় হল স্থির
'দায়িত্ব মাঝির'
বাতাস বইলে পাল তুলে দিই ভাটায় ধরি দাঁড়
যতরকম বিপদ থেকে মাঝিই করে পার।
ওকে নিয়েই আমার লেখা হয়েছে জুতসই
আমি নীরব রই
গান শুনে বিমুগ্ধ আমি ও তো ভালোই গায়
ছলাৎ ছলাৎ ছলাৎ ছলাৎ ঢেউগুলো ছলকায়।
শুনতে চাইল কী লিখেছি আমিও প্রস্তুত
নেইকো কোনও খুঁত
শোনার পরেই হাল ছেড়ে ও করল আলিঙ্গন
বলল তুই তো খাসা লিখিস সুকান্ত যেমন।
© অজিত কুমার কর