যোগসাজশে তথ্য লোপাট
অজিত কুমার কর

বিপদ যখন আসে
কেবল পিশাচ পাশে
বলেছি বাঁচাও কে আছ কোথায় ভাই,
শুরু গণধর্ষণ
কেড়ে নিল এ জীবন
ওরা সহযোগী, আমি সুবিচার চাই।

মুখোশেই ঢাকা মুখ
শুধু পেতে চায় সুখ
হাত পাকিয়েছে অনেক কুকাজ করে,
যার নির্দেশে চলে
নাম জেনে গেছি বলে
এমন ঘটনা ঘটাল সেদিন ভোরে।

ওরা পাকা শয়তান
আবার ক্ষমতাবান
আশকারা দেয় সাহস জোগায় যারা,
তারাই তো ক্ষমতায়
ধামাচাপা দিতে চায়
দেহটা পুড়িয়ে প্রমাণ লোপাট সারা।

বিষয় বিচারাধীন
চাই আর কতদিন
আমার প্রশ্ন দোষীরা কি পাবে সাজা?
তথ্য প্রমাণ যত
নেই আর অক্ষত
নষ্ট করেছে তদন্তে লাগে যা যা।

হলেও তথ্য কম
হয়ো না হতোদ্যম
চেষ্টা চালাও, তদন্ত পাক গতি,
জমছে অসন্তোষ
যদি হয় নির্ঘোষ
তখন হবেই দেশের প্রভূত ক্ষতি।

শুনানি শীর্ষ কোর্টে
কখন কুঁড়িটা ফোটে
তাকিয়ে রয়েছে বিশ্বের জনগণ,
মৃত্যুদন্ড চাই
তাছাড়া স্বস্তি নাই
আর যেন নাই হয় মরণ এমন।

© অজিত কুমার কর