যদি এমন হতো
অজিত কুমার কর

স্বপ্ন দেখি কতো
যদি এমন হতো
ক্লাসের পরে খাওয়াদাওয়া
তারপর একঘুম
উঠেই মাঠে খেলাধুলা
ফুটবল তাকদুম।

ধরতে পারি বাজি
মা হতো না রাজি
তবে ওরা পড়বে কখন
হতো হুল্লোড় বাজ
খেলার স্বপন দেখত শুধু
করত না আর কাজ।

শুধুই পড়া পড়া
মা-রা বেজায় কড়া
ভাল্লাগে না একটুকুও
আমার স্কুলে যেতে
কাজ করতে ভালো লাগে
বাবার সাথে ক্ষেতে।

ইচ্ছা জলাঞ্জলি
মা চায় ফুটুক কলি
প্রত্যহ তাই চড়চাপ্পড়
পড়ত পিঠে পায়ে
কৃষক হতে পারিনি তাই
শুধু মায়ের দায়ে।

© অজিত কুমার কর