জয় মানবধর্মের জয়
অজিত কুমার কর
ধর্ম কি দেয় প্রসারতা মানুষকে কি দেখায় দিক
সহিষ্ণুতার পাঠ কি আছে দেখি হিংসা সাংঘাতিক।
ধর্ম দিয়ে শ্রেণীবিভাগ কেউ ব্রাহ্মণ কেউ দলিত
ঘৃণার চোখে দেখে তাদের নেইকো মুখে সাম্যগীত।
গোঁড়ামিতেই ভরা বিশ্ব উদারতার চিহ্ন নেই
মানুষকে ভুল বোঝায় ওরা পড়ছে মানুষ গাড্ডাতেই।
ভক্তি-শ্রদ্ধা-বিনম্রতা এগুলো সব সূক্ষ্ম গুণ
এগুলো না রইলে জিনে এই সমাজে ধরবে ঘুণ।
নানা ধর্মালম্বীমানুষ ঘটুক একটা সমন্বয়
কেবলমাত্র মানবধর্ম রুখতে পারে বিপর্যয়।
আপন-মনে ভাবতে হবে আমরা ধরার শ্রেষ্ঠ জীব
সব ভেদাভেদ ঘুচিয়ে দেব মানুষ আমরা নয়কো ক্লীব।
উড়িয়ে দেব শ্বেত পারাবত দেখুক ঘুরে দিগ্বিদিক
আটশো কোটি বিশ্ববাসীর চোখে মুখে দিক ঝিলিক।
সবার চিত্তে করুক বিরাজ একটা শান্ত স্নিগ্ধ ভাব
ধরিত্রীমা'র এ সংসারে কোনও কিছুর নেই অভাব।
মানবজীবন নদীর মতোই কর্মব্যস্ত নিরন্তর
এ কূল ভাঙে ওকূল গড়ে জেগে ওঠে বালির চর।
সবুজ বনানীতে ভরা আমাদের এই ভূমণ্ডল
ঢেউ ওঠে ঢেউ ভাঙে তীরে অবিশ্রান্ত ছলাৎছল।
© অজিত কুমার কর