জীবনের রং

জীবনের রং বদলে যেতে সময় লাগে না মোটে
গোধূলির রং যেমন দ্রুত একেবারে যায় চটে।
হাসিখুশি ভাব নিমেষে উধাও অস্থিরতা করে গ্রাস
প্রকৃতির রোষ সামলানো দায় কঠিন শাস্তি জোটে।

© অজিত কুমার কর