জীবনের জয়গান
অজিত কুমার কর

চলার রাস্তা বড় বন্ধুর ভয় পেলে কি চলে
বিঘ্নকে জয় করতে হবেই আপন মনোবলে।
সাফল্য নয় সহজলভ্য সুকঠিন পরীক্ষা
সব অভিযান হয় না সফল ব্যর্থতা দেয় শিক্ষা।

জীবন মানেই ঘাতপ্রতিঘাত রইবে প্রতিপক্ষ
সাফল্য তাঁর করায়ত্ত যেজন অধিক দক্ষ।
নিষ্ঠা-ধৈর্য-সহিষ্ণুতা করে দেয় প্রত্যয়ী
চেষ্টা করলে পরিশেষে হবেই হবে জয়ী।

কতনা প্রাণ হারিয়ে গেছে ঝঞ্ঝা দুর্বিপাকে
তবুও মানুষ এগিয়ে চলে হিমালয়ের ডাকে।
জন্ম হলে মৃত্যু হবে কে লঙ্ঘাতে পারে
তাই জীবনের ঝুঁকি নিয়ে যাত্রা বারেবারে।

যেই প্রবাহ হারিয়ে ফেলে নদী তখন মৃত
হার-না-মানা যার মনোভাব তারাই সমাদৃত।
কত রক্তের বিনিময়ে দেশের স্বাধীনতা
জীবনযুদ্ধে জয়ী হলেই বাঁচার সার্থকতা।

© অজিত কুমার কর