কচুপাতার জলের মতোই ক্ষণস্থায়ী এই জীবন
হতে পারে হঠাৎ মৃত্যু কিছুই  করার নেই তখন।
অকস্মাৎই আসে ঝঞ্ঝা হাড়হিমকরা হড়পা বান
এক লহমায় শব হয় সব মরণ করে আলিঙ্গন।

© অজিত কুমার কর